নীলা রায় হত্যার অভিযোগপত্র শিগগিরই: তদন্ত কর্মকর্তা
আদালত প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2020 09:39 PM BdST Updated: 28 Dec 2020 09:39 PM BdST
-
সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদে মানববন্ধন হয় দেশের বিভিন্ন স্থানে
-
স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরী।
সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলায় ‘শিগগিরই’ অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস।
সাভার থানার এই পরিদর্শক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তার তদন্ত ‘প্রায় শেষের পথে’। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিযোগপত্র জমা দিতে পারেননি।
“জ্বর-কাশিতে আক্রান্ত হওয়ায় কোভিড পরীক্ষা করাতে দিয়েছি। সুস্থ হলেই দাপ্তরিক অন্যান্য কাজ শেষ করে অভিযোগপত্র আদালতে জমা দেব।”
ইতোমধ্যে মামলার আটজন সাক্ষীর ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। ডিএনএ বিশ্লেষণের প্রতিবেদন আদালতে জমা পড়েছে।
সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ময়নাতদন্ত প্রতিবেদনও তদন্ত কমকর্তার হাতে এসেছে। আগামী ১৮ জানুয়ারি এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ রয়েছে।
মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণিতে পড়ত। পৌর এলাকার কাজী মোকমা পাড়ার এক বাড়িতে তার পরিবার ভাড়া থাকে।

স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরী।
তার বাবা নারায়ণ রায় পরদিন মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাকে আসামি করে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর ২৪ সেপ্টেম্বর মিজানের বাবা আব্দুর রহমান (৬০) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৫০) গ্রেপ্তার করে র্যাব। পরদিন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার একটি ইটভাটার পাশ থেকে মিজানুর ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।
সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গত ১ অক্টোবর মিজানুর আদালতে ১৬৪ ধারায় ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দেন। সেখানে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান।
জবানবন্দিতে মিজানুর বলেন, তার ব্যবসায়ী বাবা তাকে বিয়ে করিয়ে দিলেও নীলাকে তিনি পছন্দ করতেন। কিন্তু নীলা তাতে রাজি ছিলেন না।
ঘটনার দিন নীলা তার ভাইকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় তার পথরোধ করেন মিজানুর ও তার দুই সঙ্গী। বিয়েতে রাজি না হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কোপাতে শুরু করেন মিজানুর।
নীলা ও তার ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে মিজানুর ও তার সঙ্গীরা পালিয়ে যান। পরে সাভারের একটি এলাকা থেকে লুঙ্গি দিয়ে মুখ ঢেকে বাসে করে আরিচায় চলে যান মিজানুর। তারপর পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
নীলার বাবা মেট্রো রেল প্রকল্পের শ্রমিক নারায়ণ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিজানুর বলত, থানা-পুলিশ ওদের কথায় চলে। আর কিছু বখাটে ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল। এসব দেখে মনে করতাম ওর অনেক ক্ষমতা। তাই নীরবে সব সহ্য করেছি।”
‘বিয়েতে রাজি না হওয়ায়’ নীলাকে কুপিয়ে হত্যার ‘স্বীকারোক্তি’ মিজানুরের
-
দুবছর পর ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
-
শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা
-
শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)