পৌর ভোট: দ্বিতীয় ধাপে সাড়ে তিন হাজার মনোনয়নপত্র জমা

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহী তিন হাজার ৫৬২ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2020, 03:19 PM
Updated : 20 Dec 2020, 03:19 PM

১৬ জানুয়ারি এ সব পৌরসভায় ভোট হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী রোববার ছিল মনোনয়ন জমার শেষ দিন। মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই হবে। প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় মেয়র পদে ২৬২ জন; সাধারণ ওয়ার্ডে ২৫৩৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে আসনের ৭৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ধাপে কিছু পৌরসভায় মেয়র পদে দুই থেকে আটজন প্রার্থীও রয়েছেন। আটজন করে মেয়র প্রার্থী রয়েছেন তিন পৌরসভায়। আর আট পৌসভায় রয়েছেন দুইজন করে মেয়র প্রার্থী।

সাধারণ কাউন্সিলর পদে সর্বোচ্চ প্রার্থী ১১৫ জন রয়েছেন কুষ্টিয়া পৌরসভায়। সিরাজগঞ্জ পৌরসভায় কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১০৭ জন

দ্বিতীয় ধাপে ইভিএমে ভোট হবে ২৯টি পৌরসভায়।

১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।

প্রার্থীর মৃত্যুর পর পুনঃতফসিল করে শ্রীপুর পৌরসভার ভোটও এ ধাপে যুক্ত হয়েছে।

এবার পৌরসভার ভোট চার ধাপে অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ১২১৫ প্রার্থী।

তৃতীয় ধাপের ভোট হবে ৩০ জানুয়ারি। চতুর্থ ধাপের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে মেয়র পদে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।