রোহিঙ্গাদের প্রথম দল পৌঁছাল ভাসানচরে
রিয়াজুল বাশার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2020 02:23 PM BdST Updated: 28 Dec 2020 03:35 PM BdST
কক্সবাজারের ক্যাম্প থেকে স্থানান্তরের প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গার একটি দল নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে।
উখিয়ার আশ্রয়শিবির থেকে বৃহস্পতিবার এই রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল। চট্টগ্রাম থেকে মোট সাতটি জাহাজ তাদের নিয়ে শুক্রবার বেলা ২টায় ভাসানচরে ভেড়ে।
সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে মোটামুটি ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

নোয়াখালীর ভাসানচরে যেতে শুক্রবার চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি থেকে জাহাজের উদ্দেশে যাত্রা করছেন রোহিঙ্গারা। ছবি: রিয়াজুল বাশার
বৃহস্পতিবার সেসব বাসে করে মোট পাঁচটি কনভয়ে উখিয়া থেকে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।
রোহিঙ্গাদের বহনকারী বাসগুলোর সামনে ও পেছনে ছিল র্যাব, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা।
চট্টগ্রামে পৌঁছানোর পর রাতে তাদের রাখা হয় বিএএফ জহুর ঘাঁটির বিএএফ শাহীন স্কুল ও কলেজের ট্রানজিট ক্যাম্পে।
জাহাজে চড়ে ভাসানচরের পথে ১৬৪২ জন রোহিঙ্গা
শুক্রবার সকালে তাদের নৌবাহিনীর ছয়টি এবং সেনাবাহিনীর একটি জাহাজে তোলা হয় ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য। জাহাজের ডেকে বেঞ্চ বসিয়ে সবার বসার ব্যবস্থা হয়।

নোয়াখালীর ভাসানচরে যেতে শুক্রবার চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি থেকে জাহাজের উদ্দেশে যাত্রা করছেন রোহিঙ্গারা। ছবি: রিয়াজুল বাশার
নৌবাহিনীর দুটো জাহাজে করে রোহিঙ্গাদের ১০১৯টি লাগেজ বৃহস্পতিবারই ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছিল। শুক্রবার নৌবাহিনী ও কোস্ট গার্ডের আরও আটটি জাহাজ কনভয়ের সঙ্গে ভাসানচরে যায়।
কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান নিয়ে থাকা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে নানা সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে দুই বছর আগে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসান চরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।
মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা তিন শতাধিক রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে আগেই ভাসানচরে নিয়ে রাখা হয়েছিল।
এরপর গত ৫ সেপ্টেম্বর কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলকে দেখার জন্য ভাসানচরে পাঠানো হয়।
রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের পথে ২৫টি বাস
তারা ফেরার পর তাদের কথা শুনে রোহিঙ্গাদের একাংশ ভাসান চরে যেতে আগ্রহ প্রকাশ করে বলে জানানো হয় সরকারি কর্মকর্তাদের কাছ থেকে।
তবে জাতিসংঘ শরণার্থী সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সরকারের এই উদ্যোগ থেকে দূরত্ব রেখে চলেছে।

রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তরের প্রথম ধাপে শুক্রবার চট্টগ্রাম থেকে ১ হাজার ৬৪২ জনকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় মোট সাতটি জাহাজ। ছবি: রিয়াজুল বাশার
ভাসান চরে যাওয়ার ক্ষেত্রে রোহিঙ্গারা যেন সব তথ্য জেনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, তা নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।
সেখানে বলা হয়, “এই স্থানান্তর প্রক্রিয়ার প্রস্তুতিমূলক কার্যক্রমে, অথবা শরণার্থীদের শনাক্ত করার প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি। স্থানান্তরের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জাতিসংঘের কাছে পর্যাপ্ত তথ্য নেই।”
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও (এইচআরডব্লিউ) বৃহস্পতিবার এক বিবৃতিতে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বন্ধের আহ্বান জানিয়েছে।
-
পি কে হালদারের সহযোগী অবন্তিকাকে দুদকের জিজ্ঞাসাবাদ শুরু
-
পিএসসির নতুন সদস্য জাহিদুর রশিদ
-
গেজেট প্রকাশের পর ঠিক হবে এইচএসসির ফল প্রকাশের তারিখ
-
নিঃশর্ত ক্ষমা চাইলেন কুষ্টিয়ার এসপি
-
এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
-
পঞ্চম-অষ্টমের সমাপনী বাতিলের পরামর্শ ফরাসউদ্দিনের
-
নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রাখলে জেল-জরিমানা
-
কদম ফোয়ারার কাছে নিহত ব্যক্তি ‘ছিনতাইয়ের শিকার’, ধারণা পুলিশের
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- মুস্তাফিজের জোড়া আঘাত
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের