পৌর ভোট: প্রথম ধাপে ১২৭২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্রথম ধাপের পৌর ভোটে আগ্রহী প্রার্থীদের মধ্যে বাছাইয়ে বাদ পড়েছে ৬১ জনের মনোনয়নপত্র।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 07:02 PM
Updated : 3 Dec 2020, 07:02 PM

বৃহস্পতিবার বাছাইয়ের পর মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২৭২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

২৮ ডিসেম্বরে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে। চার ধারে এবার পৌরসভায় ভোট হচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১ ডিসেম্বর, ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

 পৌর নির্বাচনের সমন্বয়ক ইসির উপ সচিব মিজানুর রহমান জানান, বাছাই শেষে প্রথম ধাপের ২৫ পৌরসভায় যাচাই-বাছাই শেষে মেয়র পদে বৈধ প্রার্থীর সংখ্যা ১০৩;  সাধারণ ওয়ার্ডে বৈধ প্রার্থী ৮৯১ জন। আর সংরক্ষিত  কাউন্সিলর পদে ২৭৮ জন প্রার্থী রয়েছেন।

তিন পদে মোট মনোনয়নপত্র বৈধ হয়েছে ১ হাজার ২৭২ জনের।

দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভায় মনোনয়ন দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ভোট  হবে ১৬ জানুয়ারি।

এ ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোট হবে।

নির্বাচন উপযোগী পৌরসভায় চার ধাপে ভোট হবে এবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হবে।