মার্কিন দূতাবাসের কাছে ফেলে যাওয়া ব্যাগে টেপ মোড়ানো কৌটা

ঢাকার গুলশানে মার্কিন দূতাবাসের এনেক্স ভবনের সামনের ফুটপাত থেকে সন্দেহজনক একটি ব্যাগ পেয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 02:13 PM
Updated : 2 Dec 2020, 02:13 PM

বুধবার সন্ধ্যায় উদ্ধার করা ওই ব্যাগে টেপে মোড়ানো একটি কৌটাসদৃশ বস্ত পাওয়া গেলেও তাতে কোনো বিস্ফোরক ছিল না বলে পুলিশ জানিয়েছে।

ডিএমপির ডিপ্লোম্যাটিক বিভাগের উপ-কমিশনার আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি তল্লাশি করে।

“ব্যাগে কালো স্কচটেপে মোড়ানো একটি কৌটাসদৃশ বস্তু পাওয়া গেছে। কৌটার ভেতরে বালু ও কিছু তার পাওয়া গেছে। কিন্তু বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।”

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দূতাবাস ভবন বেশ দূরে।

কালো রঙের ব্যাগটি দুই যুবক রেখে গেছে পুলিশ জানিয়েছে।

আশরাফুল বলেন, “সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই যুবক ব্যাগটি রেখে গেছে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।