রমনা পার্ক উন্নয়নের ধীরগতিতে অসন্তোষ সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 05:21 PM BdST Updated: 01 Dec 2020 05:21 PM BdST
রাজধানীর রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধি প্রকল্পের কাজে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকের নথি থেকে জানা গেছে, বৈঠকে পার্ক এলাকায় মসজিদ বাদে নকশা বহির্ভূত সব স্থাপনা, জরাজীর্ণ ভবন ও রেস্তোরাঁ ভেঙ্গে কফিশপ নির্মাণের সুপারিশ করে কমিটি। এছাড়া কমিটি নকশা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে দ্রুত বাস্তবায়ন ও শিশু পার্কের আধুনিকায়ন কাজ শেষ করার তাগিদ গিয়েছে।
বৈঠকে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে অর্থ বরাদ্দসহ নকশা প্রণয়নের কাজ চূড়ান্ত হলেও শুধু ওয়াকওয়ে নির্মাণের কাজ হয়েছে। পার্ক এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার থাকায় সেখানকার পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। পৃথিবীর কোথাও বড় পার্কগুলোতে রেস্টুরেন্ট থাকার নজির নেই।”
বৈঠকে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে উন্মুক্ত কফিশপ নির্মাণের ব্যব্স্থা নিতে বলা হয়। ওই বৈঠকে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদও কাজটি দ্রুত শেষ করার ওপর তাগিদ দেন।
নথি থেকে জানা গেছে, প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্প নেওয়া হয় ২০১৮ সালের অক্টোবর মাসে। চলতি বছরের ডিসেম্বর মাসে এর কাজ শেষ হওয়ার কথা। জুন মাস পর্যন্ত এ কাজে অগ্রগতি হয়েছে ১৫ শতাংশ।
কমিটির সদস্য জোহরা আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য বলেছি। প্রকল্পে কাজের নির্ধারিত সময় প্রায় শেষের পথে। এজন্য জোর তাগিদ দেওয়া হয়েছে।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার মিরপুরে আবাসিক ফ্ল্যাট ‘স্বপ্ননগর আবাসিক প্রকল্প ১’ ও ‘স্বপ্ননগর আবাসিক প্রকল্প ২’ এবং উত্তরার তৃতীয় ফেজে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন এবং মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে রাজশাহীর আরডিএ মার্কেট ভেঙ্গে নতুন করে নির্মাণের জন্য সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়া গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের ব্যয় কমানোর জন্য বিশেষজ্ঞদের সাথে বৈঠক করার সুপারিশ করা হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান এবং জোহরা আলাউদ্দিন অংশ নেন।
-
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১২৫ কোটি টাকা ব্যয় হবে: তাপস
-
শহীদ আসাদ স্মরণে ঢাবিতে পাঠাগার
-
আশ্রয়ন-২: ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে ঘর
-
শতবর্ষ পূর্তিতে আন্তর্জাতিক ওয়েবিনার করছে ঢাবি
-
‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে হবে গুচ্ছভিত্তিক কমিটি
-
ঝিরঝিরে বৃষ্টি শেষে ‘বাড়বে শীত’
-
সড়ক দুর্ঘটনায় বাসসকর্মী নিহত
-
সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে ৩ মামলায় অভিযোগপত্র
-
আবরার হত্যা: শেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৪ জানুয়ারি
-
চীন ‘সত্যিই চাইলে’ প্রভাবিত হবে মিয়ানমার: ত্রাণ প্রতিমন্ত্রী
-
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১২৫ কোটি টাকা ব্যয় হবে: তাপস
-
ঘরহারাদের স্বপ্ন দেখাচ্ছে ‘শেখ হাসিনার উপহার’
-
অভিজিৎ হত্যামামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
-
মালয়েশিয়া ফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৭ দিন ধরে নিখোঁজ
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- করোনাভাইরাস: এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সবচেয়ে কম