চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে সংবাদকর্মীর টাকা ছিনতাই

ঢাকার মগবাজার রেললাইন ধরে রাতে বাসায় ফেরার পথে এক সংবাদকর্মীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে পকেটের টাকা নিয়ে গেছে ছিনতাইকারী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2020, 04:18 AM
Updated : 1 Dec 2020, 04:18 AM

আরটিভির কর্মী মিথুন চৌধুরী মগবাজার এলাকাতেই থাকেন। সোমবার রাত ১১টার দিকে রেললাইন ধরে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিথুন বলেন, “হঠাৎ পেছন থেকে এসে কেউ আমার চোখে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আমার পকেটে থাকা ১৫ হাজার টাকা কেড়ে নেয়। প্যান্টের অন্য পকেটে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও আমার বাধার মুখে ব্যর্থ হয়।” 

তাৎক্ষণিকভাবে চিৎকার করে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও পারেননি মিথুন। এরপর মগবাজার রেলক্রসিংয়ের কাছে এক দোকানে গিয়ে চোখে মুখে পানি দিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টা করেন।

ওই সময় আশপাশে অনেকে চলাচল করলেও চিৎকারে কেউ এগিয়ে যায়নি বলে জানান মিথুন।

বায়েজিদ হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, মগবাজার রেললাইন সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে যায়। সেখানে রাতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তাছাড়া এলাকায় প্রায়ই ছোটখাটো চুরির ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, “এলাকায় পুলিশ টহল থাকলেও তারা নিরাপত্তা দিতে পারছে না। পুলিশের তৎপরতা বাড়ানো দরকার।”

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহীউদ্দিন ফারুক বলেন, “আমরা ছিনতাইয়ের ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”