চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে সংবাদকর্মীর টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 10:18 AM BdST Updated: 01 Dec 2020 10:18 AM BdST
ঢাকার মগবাজার রেললাইন ধরে রাতে বাসায় ফেরার পথে এক সংবাদকর্মীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে পকেটের টাকা নিয়ে গেছে ছিনতাইকারী।
আরটিভির কর্মী মিথুন চৌধুরী মগবাজার এলাকাতেই থাকেন। সোমবার রাত ১১টার দিকে রেললাইন ধরে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিথুন বলেন, “হঠাৎ পেছন থেকে এসে কেউ আমার চোখে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আমার পকেটে থাকা ১৫ হাজার টাকা কেড়ে নেয়। প্যান্টের অন্য পকেটে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও আমার বাধার মুখে ব্যর্থ হয়।”
তাৎক্ষণিকভাবে চিৎকার করে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও পারেননি মিথুন। এরপর মগবাজার রেলক্রসিংয়ের কাছে এক দোকানে গিয়ে চোখে মুখে পানি দিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টা করেন।
ওই সময় আশপাশে অনেকে চলাচল করলেও চিৎকারে কেউ এগিয়ে যায়নি বলে জানান মিথুন।

তাছাড়া এলাকায় প্রায়ই ছোটখাটো চুরির ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, “এলাকায় পুলিশ টহল থাকলেও তারা নিরাপত্তা দিতে পারছে না। পুলিশের তৎপরতা বাড়ানো দরকার।”
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহীউদ্দিন ফারুক বলেন, “আমরা ছিনতাইয়ের ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
-
টিকা পেতে আরও উৎসের খোঁজে সরকার
-
সারা জীবনের দুঃখ ঘুচে মিলছে তাদের মাথা গোজার ঠিকানা
-
গুলি করে হত্যা: ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় ৩ জন গ্রেপ্তার
-
পি কে হালদারের আইনজীবী ও তার মেয়ে রিমান্ডে
-
ভারতের উপহারের টিকা বুঝে নিলেন দুই মন্ত্রী
-
আদালতে নিরাপত্তা চাইলেন ভেড়ামারার সেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা
-
চুরি-ডাকাতি রোধে ঢাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩৪
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’