কারাগারে বিয়ে: ফেনীর ধর্ষণ মামলার আসামি সেই যুবকের জামিন
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2020 05:29 PM BdST Updated: 30 Nov 2020 05:55 PM BdST
আদালতকে জানিয়ে কারাগারে বিয়ে হওয়ার পর ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলাম জিয়াকে এক বছরের অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার তার জামিন মঞ্জুর করে।
সেই সঙ্গে আসামির স্থায়ী জামিন প্রশ্নে রুলও জারি করেছে আদালত। জামিন দেওয়ার পর বিচারক বলেছেন, “আমরা আশা করব, তাদের সংসারটা ভালোই হবে।”
তবে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ এবং নারীবাদী সংগঠনগুলোর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, “দুয়েকটি পত্রিকায় লেখা হয়েছে- ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে। এভাবে তো রিপোর্ট হওয়া উচিত না। মনে হচ্ছে আমরা নানাভাবে সমালোচিত হচ্ছি। আবার নারীবাদী কিছু সংগঠন বলছেন- এ ধরনের আদেশে ধর্ষকরা উৎসাহিত হবে।
আদালতে আসামি জহিরুল ইসলাম জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।
আইনজীবী ফারুক আলমগীর পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৯ নভেম্বর মেয়র, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বিয়ে হয়।
“আজ আদালতকে তা জানানোর পর আসামিকে এক বছরের জামিন দিয়েছে। তার মুক্তিতে কোনো বাধা নাই।”
এ আইনজীবী বলেন, “জামিন কখনোই বিচারের অংশ না। আর জামিন দেওয়া না দেওয়া সব সময়ই আদালতের এখতিয়ার। মামলাটি যথারীতি চলবে।”
সোনাগাজীর উত্তর চরদরবেশ গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানের ছেলে জহিরুল ইসলাম জিয়ার সঙ্গে প্রতিবেশী এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল।
সেই সূত্র ধরে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ গত ২৭ মে ওই কিশোরীকে ‘ধর্ষণ করেন’ জিয়া। ঘটনার দিনই ওই কিশোরী বাদী হয়ে জিয়ার বিরুদ্ধে ধর্ষণে মামলা করেন। গত ২৯ মে আসামিকে পুলিশ গ্রেপ্তার করে।
পরে এ মামলায় আসামি জামিন আবেদন করেন। সে আবেদনে বলা হয়, তিনি ওই কিশোরীকে বিয়ে করতে রাজি এবং কিশোরীর পরিবারও তাতে সম্মত হয়েছে।
ওই আবেদনের শুনানির পর গত ১ নভেম্বর হাই কোর্ট আদেশ দেয়। উভয়পক্ষ সম্মত থাকলে কারা কর্তৃপক্ষকে বিয়ের ব্যবস্থা করতে বলা হয়।
আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে আদালতকে প্রতিবেদন দিয়েও জানাতে বলে হাই কোর্ট।
সোমবার সে প্রতিবেদন দেখে হাই কোর্ট আসামিকে এক বছরের জামিন দিয়ে রুল জারি করল।
-
চতুর্থ শিল্প বিপ্লবেও পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী
-
টিকা পেতে আরও উৎসের খোঁজে সরকার
-
সারা জীবনের দুঃখ ঘুচে মিলছে তাদের মাথা গোজার ঠিকানা
-
গুলি করে হত্যা: ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় ৩ জন গ্রেপ্তার
-
পি কে হালদারের আইনজীবী ও তার মেয়ে রিমান্ডে
-
ভারতের উপহারের টিকা বুঝে নিলেন দুই মন্ত্রী
-
আদালতে নিরাপত্তা চাইলেন ভেড়ামারার সেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা
-
বংশালে আগুনে পুড়ল ব্যাটারির দোকান
-
অহরহ ছিনতাই হলেও টাকা বহনে পুলিশি নিরাপত্তায় আগ্রহ কম
-
মুজিববর্ষ ভিলেজ: আজ তাদের চোখে স্বপ্ন, মুখে হাসি
-
চতুর্থ শিল্প বিপ্লবেও জাতিকে পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী
-
সাবেক এমপি মজিদ মণ্ডলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
-
এখন থেকে উচ্ছেদ অভিযান নোটিস ছাড়াই: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- সিরিজ জয়ের ম্যাচে আরও কিছু চাইবে বাংলাদেশ