মিরপুরে দগ্ধ নারীর মৃতদেহ: সৎ ছেলেসহ গ্রেপ্তার ৬
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2020 02:34 PM BdST Updated: 30 Nov 2020 02:34 PM BdST
রাজধানীর কাফরুলে এক নারীর পোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় সৎ ছেলে ও তার স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ঢাকার উত্তরা ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার অসম মাহতাব উদ্দিন জানান ।
গ্রেপ্তাররা হলেন- নিহত সীমা বেগমের সৎ ছেলে আশিকুর রহমান নাহিদ, তার স্ত্রী জাকিয়া সুলতানা আইরিন, আইরিনের বাবা আশেক উল্লাহ, ভাই শাকিব, মামা নাসির উদ্দিন ও তার স্ত্রী রোকেয়া বেগম।
রোববার দুপুরে কাফরুলের বাইশটেকি ইমামনগর এলাকার একটি ভবনের সপ্তম তলার ফ্ল্যাট থেকে সীমা বেগমের (৩৩) দগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে পোড়া ক্ষত ছাড়াও জখমের চিহ্ন ছিল।
উপ-কমিশনার মাহতাব বলেন, সীমার স্বামীর নাম মো. শাহজাহান। সীমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন।
সীমার ভাই হেলাল শরিফ রোববারই কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযানে নেমে উত্তরা থেকে নাহিদ এবং মিরপুর থেকে আইরিনকে গ্রেপ্তার করে। বাকিদেরও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা মাহতাব জানান।
তিনি বলেন, “পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে সীমাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
-
সুনাম ক্ষুণ্ন করতে সহিংসতা করে: ইসি সচিব
-
করোনাভাইরাস: জাতীয় কবিতা উৎসব স্থগিত
-
দীপন হত্যা: বহিষ্কৃত মেজর জিয়াসহ ৮ আসামির সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ
-
খসড়া প্রকাশ: ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ১৫ লাখ নাম
-
ভিডিও কনফারেন্সে হবে ই-নামজারি ও মামলার শুনানি
-
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনার লক্ষ্য বিএডিসির
-
এনআরবির দুই পরিচালকের ব্যাংক হিসাব চায় দুদক
-
ইউনাইটেডে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণের নির্দেশ ফের স্থগিত
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- টিভি সূচি (রোববার, ১৭ জানুয়ারি ২০২১)