মিরপুরে দগ্ধ নারীর মৃতদেহ: সৎ ছেলেসহ গ্রেপ্তার ৬

রাজধানীর কাফরুলে এক নারীর পোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় সৎ ছেলে ও তার স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2020, 08:34 AM
Updated : 30 Nov 2020, 08:34 AM

রোববার রাতে ঢাকার উত্তরা ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার অসম মাহতাব উদ্দিন জানান ।

গ্রেপ্তাররা হলেন- নিহত সীমা বেগমের সৎ ছেলে আশিকুর রহমান নাহিদ, তার স্ত্রী জাকিয়া সুলতানা আইরিন, আইরিনের বাবা আশেক উল্লাহ, ভাই শাকিব, মামা নাসির উদ্দিন ও তার স্ত্রী রোকেয়া বেগম।

রোববার দুপুরে কাফরুলের বাইশটেকি ইমামনগর এলাকার একটি ভবনের সপ্তম তলার ফ্ল্যাট থেকে সীমা বেগমের (৩৩) দগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে পোড়া ক্ষত ছাড়াও জখমের চিহ্ন ছিল।

উপ-কমিশনার মাহতাব বলেন, সীমার স্বামীর নাম মো. শাহজাহান। সীমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন।

সীমার ভাই হেলাল শরিফ রোববারই কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযানে নেমে উত্তরা থেকে নাহিদ এবং মিরপুর থেকে আইরিনকে গ্রেপ্তার করে। বাকিদেরও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা মাহতাব জানান।

তিনি বলেন, “পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে সীমাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”