ঢাবির দুই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 10:46 PM BdST Updated: 29 Nov 2020 10:46 PM BdST
ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কাজে যোগ না দিয়ে বিদেশে অবস্থান করায় দুই শিক্ষককে অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
এর হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মো. শরীফুল ইসলাম ও নুসরাত ফারাহ।
রোববার বিকেলে সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদেরকে দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দেনা-পাওনা পরিশোধ করার জন্য বলা হয়েছে।”
অপরদিকে একই বিভাগের শিক্ষক অনুপ কুমার সাহাকে চাকরিতে পুনর্বহালের অনুমতি দিয়েছে সিন্ডিকেট।
২০১৭ সালের শুরুর দিকে অনুপ কুমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান। ওই বছরের ৮ অক্টোবর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পান।
তবে পিএইচডি শেষ না করে ‘ডক্টর’ পরিচয় দেওয়ার অভিযোগ ওঠায় তিনি চাকরিতে যোগদান করতে পারেননি। ৩১ ডিসেম্বর তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
পরে অনুপ কুমার আদালতের শরণাপন্ন হলে ২০১৯ সালের ২৫ নভেম্বর তাকে চাকরিতে পুনবহালের রায় আসে।
আদালতের ওই রায়ের ভিত্তিতে রোববার সিন্ডিকেট সভায় অনুপ কমারকে চাকরিতে পুনর্বহালের পাশাপশি তাকে চাকরি থেকে অব্যাহতির কারণ অনুসন্ধান করতে উপ-উপাচার্যকে (শিক্ষা) প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
-
সুনাম ক্ষুণ্ন করতে সহিংসতা করে: ইসি সচিব
-
করোনাভাইরাস: জাতীয় কবিতা উৎসব স্থগিত
-
দীপন হত্যা: বহিষ্কৃত মেজর জিয়াসহ ৮ আসামির সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ
-
খসড়া প্রকাশ: ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ১৫ লাখ নাম
-
ভিডিও কনফারেন্সে হবে ই-নামজারি ও মামলার শুনানি
-
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনার লক্ষ্য বিএডিসির
-
এনআরবির দুই পরিচালকের ব্যাংক হিসাব চায় দুদক
-
ইউনাইটেডে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণের নির্দেশ ফের স্থগিত
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার