সহকর্মীদের দেওয়া আগুনে দগ্ধ রিয়াদ বাঁচলেন না
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 09:44 AM BdST Updated: 28 Nov 2020 09:44 AM BdST
-
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
গাড়িচালক বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য পড়াশোনার পাশাপাশি পেট্রলপাম্পে ‘পার্টটাইম’ চাকরি নিয়েছিলেন রিয়াদ হোসেন (২০)।
Related Stories
কিন্তু সহকর্মীদের 'খামখেয়ালিপনায়' দেওয়া আগুনে দগ্ধ হয়ে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন এই তরুণ।
শনিবার প্রথম প্রহরে রিয়াদ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
ঢাকার জুরাইনের কমিশনার রোডে পরিবারের সঙ্গে থাকতেন রিয়াদ। তার বাবা ফরিদ মিয়া একজন গাড়িচালক। রিয়াদ সিদ্ধেশ্বরী কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন।
মহামারীর মধ্যে পরিবারে অস্বচ্ছলতা দূর করতে নভেম্বর মাসের ৪ তারিখে ৫ হাজার টাকা বেতনে জুরাইন ‘এস আহমেদ’ পেট্রল পাম্পে চাকরি নিয়েছিলেন তিনি।
মঙ্গলবার ভোরে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয় রিয়াদকে।
শ্যামপুর থানার এসআই মো. মাহবুবুর রহমান জানান, ওই পেট্রোল পাম্পে সহকর্মীরা রিয়াদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল।
এ ঘটনায় রিয়াদের বাবার করা মামলায় মাহমুদুল হাসান ইমন (২২), ফাহাদ আহমদ পাভেল (২৮) ও শহিদুল ইসলাম রনিকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনা কীভাবে ঘটেছে- জানতে চাইলে শনিবার সকালে এসআই মাহবুবুর রহমান বলেন, “তিনজন বর্তমানে কারাগারে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাওয়া যায়নি।
যেহেতু ভিকটিম মারা গেছে, তাই পুলিশ হেফাজতে চেয়ে আবার আবেদন করা হবে।”
রিয়াদের বাবা ফরিদ হোসেনও কিছু জানতে পারেননি।
ওই পেট্রলপাম্পে রিয়াদ ও গ্রেপ্তার তিনজন অপারেটরের দায়িত্ব পালন করছিল। ইমন রাতে ঘুমিয়ে পড়েছিল। রিয়াদ ইমনকে ঘুম থেকে জাগিয়েছিল বলে সে ক্ষিপ্ত হয়ে এ ঘটনাটি ঘটেছে বলে এসআই মাহবুব এর ধারণা।
-
পিএসসির নতুন সদস্য অধ্যাপক উত্তম কুমার
-
বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মী গ্রেপ্তার
-
চুক্তিতে আইসিটি সচিব থাকছেন জিয়াউল
-
ধর্ষণ: নূরদের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি
-
পি কে হালদারের ‘সহযোগী’ বাবা-মেয়ে গ্রেপ্তার
-
বাস্তবতার সঙ্গে সংবাদপত্রের প্রচার সংখ্যার মিল কম: তথ্যমন্ত্রী
-
বেসরকারিভাবে টিকার আনার দাবি সাংসদ ফরাজীর
-
এইচএসসির ফল: তিন বিলের রিপোর্ট সংসদে
-
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় ৩ জন গ্রেপ্তার
-
পি কে হালদারের আইনজীবী ও তার মেয়ে রিমান্ডে
-
আদালতে নিরাপত্তা চাইলেন ভেড়ামারার সেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা
-
চুরি-ডাকাতি রোধে ঢাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩৪
-
ভারতের উপহারের টিকা বুঝে নিল বাংলাদেশ
-
৪৩তম বিসিএস: আবেদনের সময় বাড়াতে ইউজিসির চিঠি
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প