৯ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ২

প্রায় ৯ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2020, 07:49 PM
Updated : 26 Nov 2020, 07:49 PM

তারা হলেন- মামুন তালুকদার (৫১) ও মো. মামুন (৩৩)।

বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সিআইডি এক সংবাদ সম্মেলনে জানায়।

সিআইডি বলছে, সাপের বিষ পাচারকারীর চক্রের হোতা মামুন তালুকদার, আর মো. মামুন তার সহযোগী।

অভিযানে তাদের দুটি বড় লকার ও ছয়টি কাচের কৌটায় সংরক্ষিত গোখরা সাপের বিষ উদ্ধার করা হয়।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, গত ১৭ সেপ্টেম্বর সিআইডি ঢাকা মহানগরের একটি টিম গাজীপুরের বাসন থানা এলাকা থেকে সাপের বিষ পাচারকারী একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এ দু'জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে সাপের বিষ পাচার হয়।”