ঢাকা দক্ষিণ সিটির মশক সুপারভাইজারসহ ৬ জন চাকরিচ্যুত

মশক নিধন কাজে ব্যবহৃত জ্বালানি বিক্রির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন মশক সুপারভাইজারকে চাকুরিচ্যুত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2020, 07:30 PM
Updated : 26 Nov 2020, 07:48 PM

এছাড়া বয়সসীমা অতিক্রম করায় ডিএসসিসির সাধারণ প্রশাসন শাখা, পরিবহন বিভাগ ও স্বাস্থ্য বিভাগে মাস্টাররোলে কর্মরত পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, “কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হল।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য মতে, মশক সুপারভাইজার মো. রফিকুল ইসলাম ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দৈনিক মজুরি ভিত্তিতে দক্ষ শ্রমিক হিসেবে গত ১৩ এপ্রিল নিয়োগ পান। তিনি ২ নম্বর ওয়ার্ডের মশক সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া সাধারণ প্রশাসন শাখার স্কেলভুক্ত সুইপার মো. নুরুল হক ও মো. জালাল, পরিবহন বিভাগের স্কেলভুক্ত ভলকানাইজিং অপারেটর আবদুল বারেক,  অঞ্চল-৩ এ সরকারি স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী গীতা রানী রাজবংশী এবং অঞ্চল-৪ এর রোকনপুর দাতব্য চিকিৎসালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী সাহেরা খাতুনকে কর্মচ্যুত করা হয়েছে।

আগামী ২৯ নভেম্বর থেকে তারা আর কোনো বেতন-ভাতা ও আর্থিক সুবিধা পাবেন না।