নৌ অধিদপ্তরের সেই নাজমুল নতুন অভিযোগে দুদকের মুখোমুখি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 03:58 PM BdST Updated: 26 Nov 2020 03:58 PM BdST
-
২০১৮ সালের এপ্রিলে নাজমুল হককে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছিল দুদক। ফাইল ছবি
‘ঘুষের টাকাসহ গ্রেপ্তার’ হওয়ার পর জামিনে থাকা নৌ-পরিবহন অধিদপ্তরের বরখাস্ত প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে নতুন অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন -দুদক।
দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করছেন বলে কমিশনের মুখপাত্র প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
নৌ পরিবহন অধিদপ্তরের দুটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে এবার নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুদকের এক কর্মকর্তা বলেন, “ওই দুই প্রকল্পে দুর্নীতিতে মূল কলকাঠি নেড়েছেন নাজমুল হক। তার সাথে আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে তথ্য রয়েছে।"
২০১৮ সালের এপ্রিলে রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি হোটেলে ‘ফাঁদ পেতে’ ঘুষের পাঁচ লাখ টাকাসহ নাজমুল হককে গ্রেপ্তার করে দুদক।
ওই দিনই তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়। পাঁচ মাস পর জামিনে বেরিয়ে আসেন নাজমুল।
ঘুষের মামলায় সাবেক প্রধান নৌপ্রকৌশলী নাজমুলের বিচার শুরু
ওই বছর ১৮ অক্টোবর আদালতে সেই ঘুমের মামলায় অভিযোপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ। পরে গতবছর ফেব্রুয়ারিতে আদালত বিচার শুরু করে।
ওই মামলায় নাজমুলের বিরুদ্ধে অভিযোগ, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামের একটি যাত্রীবাহী নৌযানের নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।
এ বিষয়ে অভিযোগ পেয়ে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার ঘুষের টাকা দেওয়ার নামে ফাঁদ পাতেন। ওই অভিযানেই তাকে গ্রেপ্তার করা হয়।
-
পিএসসির নতুন সদস্য অধ্যাপক উত্তম কুমার
-
বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মী গ্রেপ্তার
-
চুক্তিতে আইসিটি সচিব থাকছেন জিয়াউল
-
ধর্ষণ: নূরদের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি
-
পি কে হালদারের ‘সহযোগী’ বাবা-মেয়ে গ্রেপ্তার
-
বাস্তবতার সঙ্গে সংবাদপত্রের প্রচার সংখ্যার মিল কম: তথ্যমন্ত্রী
-
বেসরকারিভাবে টিকার আনার দাবি সাংসদ ফরাজীর
-
এইচএসসির ফল: তিন বিলের রিপোর্ট সংসদে
সর্বাধিক পঠিত
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প