এবারের এইচএসসির ফল এসএসসির ফলকে প্রাধান্য দিয়ে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলকে প্রাধান্য দিয়ে এবারের এইচএসসি-সমমানের পরীক্ষার ফল দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2020, 07:36 AM
Updated : 25 Nov 2020, 07:36 AM

সেক্ষেত্রে জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।

তবে কোন পদ্ধতিতে এবারের এইচএসসির ফল ঘোষণা করা হবে তা ফল প্রকাশের দিন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও কোভিড-১৯ সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়ে।

এরপর সরকারের তরফ থেকে জানানো হয়, এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না নিয়ে জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই পরীক্ষার ফল দেওয়া হবে।

ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে জানিয়ে দীপু মনি বলেন, “তবে কবে থেকে এদের ক্লাস শুরু হবে তা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও হবে না।

আরও পড়ুন