কোভিড-১৯: ‘লকডাউন’ নয়, কড়াকড়ি হবে
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020 01:58 PM BdST Updated: 24 Nov 2020 01:58 PM BdST
-
মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে রাস্তায় নেমেছে ভ্রাম্যমাণ আদালত
শীত শুরু হতে না হতেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
আবারও লকডাউন দেওয়া হবে কি না, সেই প্রশ্নে কাদের বলেন, “পুরো লকডাউন আসলে সম্ভব নয়, পাকিস্তানতো পারেনি, ভারত পারছে না।
“রোজ রোজ সংক্রমণ বাড়ছে, কাজেই এ বিষয়ে সরকারের প্রস্তুতি আছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটর করছেন। কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”
কাদের বলেন, “মাস্ক ব্যবহারটা একেবারেই বাধ্যতামূলক করবে। যারা মাস্ক পড়বে না, জরিমানা দিতে হবে এ বিষয়টা এখন স্পষ্ট, পরিষ্কার। প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই সিরিয়াস।
মাঝে কিছুদিন বাংলাদেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড় হাজারের কাছাকাছি থাকলেও এখন তা আবার বেড়ে দুই হাজারের মত থাকছে। সব মিলিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৪ লাখের কাছাকাছি পৌঁছে গেছে, মৃত্যু হয়েছে ৬ হাজার ৪১৬ জনের।
মাস্ক নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যা দেখা গেল
সংক্রমণ বাড়ছে, সচেতনতা হারাচ্ছে
বার বার বলার পরেও যারা মাস্ক পরছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ‘কঠিন সাজা দেওয়া হবে’ বলে ইতোমধ্যে হুঁশিয়ার করেছে সরকার।
কাদের বলেন, “সিদ্ধান্ত এমনও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে যদি বিধিনিষেধ আরোপ করতে হয় সেটাও করতে হবে। কড়াকড়ড়িটা থাকবে সিদ্ধান্তে। ফ্রি স্টাইল, মানে মাস্ক না লাগিয়ে ঘুরে বেড়ানো, এ শহরের যে প্রবণতা... এখন অবশ্য কিছু কিছু পড়ছে। মফস্বলে যে একদম মানে না। এসব ব্যাপারে কড়াকড়ি হচ্ছে।”
এর আগে এলাকাভিত্তিক তিন সপ্তাহ লকডাউনের মত পদক্ষেপ নেওয়া হয়েছিল, আবার সেই দিকে সরকার যাবে কি না, এই প্রশ্নে কাদের বলেন, “এ রকম টাইমটেবল না। এখন দেখছি যে কোন দিকে যাচ্ছে। (সংক্রমণের) গতিপ্রকৃতি দেখে এর পরে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করবে এটা এখনকার সিদ্ধান্ত।”
-
প্রস্তুতি শেষ, চট্টগ্রামে ‘ভালো’ ভোটের আশায় ইসি
-
প্রথম টিকা নেবেন ২৫ জন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
-
নির্বাচন কমিশনের নতুন সচিব হুমায়ুন কবীর
-
নলছিটি পৌর ভোটে টিকে রইলেন কে এম মাসুদ
-
কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প পরিচালকের চুক্তির মেয়াদ বাড়লো
-
আবরার রাহাতের মৃত্যু: সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়ে ১২ এপ্রিল
-
‘গোল্ডেন’ মনিরের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগপত্র
-
হামিদুল হত্যা: ৫ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং