মিটফোর্ড এলাকায় বুড়িগঙ্গা তীরের ১৫০ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে পুরান ঢাকার মিটফোর্ড ও সোয়ারীঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2020, 11:46 AM
Updated : 23 Nov 2020, 11:46 AM

সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা নাগাদ এই অভিযানে মিটফোর্ড হাসপাতাল থেকে সোয়ারিঘাট পর্যন্ত নদীর জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, নদী তীরের সড়কের উত্তর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। বাবুবাজার থেকে সোয়ারীঘাট পর্যন্ত ১৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসব স্থাপনার মধ্যে ১৫টি পাকা দোতলা, ২০টি পাকা একতলা, ২৫টি আধা পাকা ও ৮৫টি টং ঘর এবং পাঁচটি দেওয়াল রয়েছে।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল এই অভিযানের নেতৃত্ব দেন।

আগের দিন রোববার পুরান ঢাকার ওয়াইজঘাট থেকে বাবুবাজার ব্রীজ পর্যন্ত এলাকার ১২০টি অবৈধ ফলের আড়ত ও ৫০টি টং ঘর ধ্বংস এবং প্রায় তিন একর জমি উদ্ধার করা হয়।