উত্তরার বোমা উদ্ধার: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

ঢাকার উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে ৩১টি হাতবোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আরও চারজনকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 05:43 PM
Updated : 22 Nov 2020, 05:43 PM

রোববার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের এই আদেশ দেন।

তারা হলেন- সোহরাব হোসেন, তৌহিদুল ইসলাম ওরফে হাসিব, সেলিম মিয়া ও উজ্জল মিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শরীফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রত্যেককে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন।

আসামি সোহরাবের পক্ষে তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে অন্য আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত সোহরাবের জামিন আবেদন নামঞ্জুর করেন।

শনিবার (২১ নভেম্বর) উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ নির্বাচনের দিন উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে বোমাবাজির ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেছিল পুলিশ।

সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উত্তরা এলাকা থেকে মামুন ও সুমন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।