পবা উপজেলা চেয়ারম্যান মনসুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাজশাহীর পবা উপজেলা চেয়ারম্যান মনসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 03:45 PM
Updated : 22 Nov 2020, 03:45 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মনসুর রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মনসুর রহমান পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার বাসিন্দা হামিদ সরকারের ছেলে।

শিমুল আকতার আরও জানান, মনসুর রহমানের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। কয়েকদিন আগে মাথাব্যথা নিয়ে তিনি রাজশাহী নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। সেদিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মনসুর রহমানের ছোট ভাই আনিসুর রহমানও দুই মাস আগে মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।