প্রধানমন্ত্রীর দুই ছবি ভাইরাল
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2020 12:26 AM BdST Updated: 22 Nov 2020 12:26 AM BdST
সাধারণ আটপৌরে বাঙালি নারীর বেশে সেলাই মেশিন চালাচ্ছেন শেখ হাসিনা, তার পাশেই আরেক ছবিতে লেকের পাড়ে একটি মাছ আটকে থাকা বড়শি হাতে সরকার প্রধান; অদেখা চেহারায় প্রধানমন্ত্রীর এই দুই ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রাত্যহিক জীবনে কিছুটা পরিবর্তন আনার কথা প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন। গত সেপ্টেম্বরে সংসদে প্রশ্নোত্তরে সকালে নিয়মিত হাঁটাহাঁটির পাশাপাশি কাজের ফাঁকে গণভবনের লেকে বড়শি ফেলে মাছ ধরার কথা বলেছিলেন তিনি।
সেই লেকের পাড়ে প্রধানমন্ত্রীর মাছ ধরা এবং তার সেলাই মেশিন চালানোর ছবি শনিবার সন্ধ্যার পর ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ছেলের জন্মদিনে রান্নাঘরে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা নিজেদের ফেইসবুকে ছবিগুলো শেয়ার করে প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরেন।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পেইজেও ছবি দুটো শেয়ার করা হয়েছে। ওই পোস্ট শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে ছবি দুটো শেয়ার করে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। তিনি দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়ন করেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মিলিয়নের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন, এর মাঝেও তিনি রান্না করা, মাছ ধরা ও সেলাই করার সময় পান।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবি তার ফেইসবুকে শেয়ার করে লিখেছেন, “ক্যাপশন দেবার মতো বিদ্যা আমার নেই।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর দুটি ছবিই ফেইসবুকে দিয়ে লিখেছেন, “সাধারণ বাঙালি নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে।
সব হারিয়ে দেশের জন্য সারা দিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।”
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীকে সাধারণের মাঝে অসাধারণ অভিহিত করে লিখেছেন, “…আমাদের মা চাচী খালাদের প্রতিকৃতি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
-
বিহারী ক্যাম্পে উচ্ছেদ: আতিকসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে আবেদন
-
পি কে হালদারের দুই সহযোগী উজ্জ্বল ও রাশেদুল দুদকের রিমান্ডে
-
১০ মাস পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী
-
কোভিড-১৯ পরবর্তী জটিলতায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
-
বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ: হাবিবুল্লাহ সিরাজী
-
‘ইসির নিয়ন্ত্রণ না থাকলে নির্বাচন ভণ্ডুল হবে’
-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
-
মঞ্জুর হত্যা: মৃত এরশাদের নাম বাদ দিয়ে সম্পূরক অভিযোগপত্র গ্রহণ
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ