সাংবাদিক তোয়াব খান করোনাভাইরাসে আক্রান্ত

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2020, 11:32 AM
Updated : 17 Nov 2020, 12:18 PM

দৈনিক জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ওবায়দুল কবির মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বর-কাশির উপসর্গ থাকায় গত রোববার তোয়াব ভাই করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার আসা ফলাফলে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান ওবায়দুল কবির।

২০১৬ সালে একুশে পদক পেয়েছেন সাংবাদিক তোয়াব খান। ফাইল ছবি

বাংলাদেশের স্বাধীনতার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব তোয়াব খান ২০১৬ সালে সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন।

রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের প্রেস সচিবের দায়িত্বে ছিলেন তিনি। দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ১৯৬১ সালে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন; ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে।

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক তোয়াব খানের লেখনী ও উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হতো 'পিন্ডির প্রলাপ'। ১৯৭২ সালে তিনি দৈনিক বাংলার সম্পাদক হন।

তিনি যখন দৈনিক জনকণ্ঠের সম্পাদক, তখন বাংলাদেশে প্রথম চাররঙা সংবাদপত্র প্রকাশিত হয়।

তোয়াব খানের জন্ম ১৯৩৪ সালের ২৪ এপ্রিল, সাতক্ষীরায়।