লিয়াকত আলী লাকী করোনাভাইরাসে আক্রান্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 05:52 PM
Updated : 16 Nov 2020, 05:52 PM

সোমবার বিকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবান্ন উৎসব উদ্বোধন করতে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “লিয়াকত আলী লাকী আজকেই (সোমবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠক ছিল। তার আগে করোনাভাইরাস টেস্ট করাতে গিয়ে ফলাফল পজিটিভ আসে।”

শিল্পকলা একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন, লিয়াকত আলী লাকীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। করোনাভাইরাসের তেমন উপসর্গও নেই। পরীক্ষার ফল পাওয়ার পর বাসায় ‘আইসোলেশনে’ আছেন।

২০১১ সালের এপ্রিল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন লিয়াকত আলী লাকী। গত এপ্রিলে এই পদে পঞ্চম দফায় তাকে নিয়োগ দেয় সরকার।

বাংলাদেশের ইতিহাসে একটানা সবচেয়ে বেশি সময় শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব পালন করা লাকী এখন বাংলাদেশের নাট্যকর্মীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও শিশুদের সংগঠন পিপলস থিয়েটারেরও সভাপতি।

নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে লাকীকে একুশে পদক দেওয়া হয়।