অনুমতি নেয়নি বলে ওয়াসার কাজ বন্ধ করে দিল চসিক

অনুমতি ছাড়া রাস্তা কাটায় বন্দর নগরীর বিমানবন্দর সড়কে ওয়াসার কাজ বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 03:31 PM
Updated : 9 Nov 2020, 03:31 PM

সোমবার বিকালে নগরীর পতেঙ্গা কোস্ট গার্ড কার্যালয়ের সামনে সড়কে পাইপ লাইন স্থাপনে ট্রায়াল হোল করছিল চট্টগ্রাম ওয়াসা।

সিসিসি’র প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ সড়ক কাটার খবর জানতে পেরে ওই এলাকা পরিদর্শনে যান।

‘অনুমতি ছাড়া’ সড়ক কাটায় ওয়াসার বোর হোল ড্রিলিং মেশিন, একটি পিকআপ ভ্যান ও যন্ত্রপাতি জব্দ করা হয় বলে সিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসময় চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজন ঢাকা থেকে টেলিফোনে নির্দেশ দেন, “পূর্বানুমতি ও রোডম্যাপ ছাড়া নগরীর আর কোনো সড়ক চট্টগ্রাম ওয়াসা যাতে কাটতে না পারে।”

সুজন বলেন, “আমরা রাস্তা মেরামত করব, ওয়াসা তাদের ইচ্ছামাফিক কাটবে, এটা মানা যায় না।”

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বিডিনিউহ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে আমরা পাইপ লাইন বসানোর কাজ করবো, তাই ট্রায়াল হোল করতে চেয়েছিলাম। তারা বলেছেন, নতুন রাস্তা করেছেন বেশিদিন হয়নি। পরে যোগাযোগ করে কাজ করতে বলেছেন।”

বন্দর নগরীতে বিভিন্ন সময় সিটি করপোরেশন সড়ক সংস্কার ও নতুন সড়ক নির্মাণের পরপরই খোঁড়াখুঁড়ি শুরু করে চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থা।

এ নিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ বহু বছর ধরে।

এই প্রথম সিটি করপোরেশন সংস্কার করা কোনো সড়কে খোড়াখুড়ি করায় ওয়াসার কাজ বন্ধ করলো এবং মালামাল জব্দ করলো।