ভর্তিতে প্রতিবন্ধী কোটা সংরক্ষণের আহ্বান ইউজিসির

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তিতে ন্যায্য হারে কোটা সংরক্ষণ করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2020, 07:00 AM
Updated : 5 Nov 2020, 07:00 AM

বিশ্ববিদ্যালয়গুলোর নিবন্ধকদের কাছে গত মঙ্গলবার পাঠানো ইউজিসির এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

ওই আইন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তির জন্য ন্যায্য ও কার্যকরভাবে কোটা সংরক্ষণ এবং প্রতিবন্ধিতার ধরণ অনুযায়ী চাহিদার ভিন্নতা বিবেচনা করে তাদের সক্ষমতা নির্ধারণপূর্বক পাঠ্যক্রম প্রণয়নের কথা বলা হয়েছে।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গত জানুয়ারি মাসে ইউজিসি চেয়ারম্যানকে এক চিঠিতে প্রতিবন্ধীদের শিক্ষিত করে মূলধারায় সম্পৃক্ত করার বিষয়ে তাগাদা দেওয়া হয়।

ওই চিঠিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যায্য হারে কোটা সংরক্ষণসহ ভর্তির নিয়ম-কানুন শিথিল করতেও ইউজিসি চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ইউজিসি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তিতে যথাযথভাবে কোটা সংরক্ষণ করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানাল।