পাওয়ার গ্রিড কোম্পানির হিসাব সহকারীর বিরুদ্ধে দুদকের মামলা

কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের হিসাব সহকারী মো. নুরুল আমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 03:39 PM
Updated : 28 Oct 2020, 03:39 PM

কমিশনের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বুধবার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।

এজাহারে বলা হয়েছে,  নুরুল আমিন দুর্নীতি দমন কমিশনে সম্পদের যে হিসেব বিবরণী জমা দিয়েছেন, তাতে ৩৬ লাখ সাড়ে আট হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। দুদক তার নামে এক কোটি দুই লাখ ৭৫ হাজার ২৯২ টাকার ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ’ থাকার তথ্য পেয়েছে।

এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে মামলায়।

এর আগে ২০১৮ সালের ৪ মার্চে নুরুল আমিনকে সম্পদের হিসাব জমা দিতে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ২২ মার্চ তিনি নিজের এবং স্ত্রী-সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনার বিবরণী দাখিল করেন।

প্রায় তিন বছর অনুসন্ধান শেষে কমিশন মামলাটি দায়ের করল।