ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে র্যাব। ইরফানের দেহরক্ষী মোহাম্মদ জাহিদের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা হয়েছে।
Published : 28 Oct 2020, 12:55 AM
সোমবার পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবী দাস লেনের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান ও জাহিদকে গ্রেপ্তার করার ২৪ ঘণ্টারও বেশি সময় পর বুধবার প্রথম প্রহরে চকবাজার থানায় এই চারটি মামলা হয়।
চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার মধ্যরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইরফানের কাছ থেকে একটি অবৈধ একটি পিস্তল ও একটি অবৈধ এয়ারগান উদ্ধার দেখিয়ে অস্ত্র আইনে এবং তার কাছ থেকে কয়েকটি মদের বোতল উদ্ধার দেখিয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।
একইভাবে জাহিদের কাছ থেকে একটি অবৈধ পিস্তল উদ্ধার দেখিয়ে অস্ত্র আইনে এবং ৪০৬টি ইয়াবা উদ্ধার দেখিয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।
ওসি জানান, মধ্যরাতের পর র্যাব সদস্যরা এসে এজাহারের কপি দিলে মামলা নথিভুক্ত করা হয়।
নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের পর সোমবার হাজী সেলিমের বাড়ি তল্লাশি করে মদ ও ওয়াকিটকি পাওয়ায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফান ও জাহিদকে এক বছর করে কারাদণ্ড দেয়।