ঢাকায় বাতিল মালের আড়তে বিস্ফোরণে ৭ জন দগ্ধ

ঢাকার মোহাম্মদপুরে বাতিল জিনিসপত্রের এক আড়তে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 12:40 PM
Updated : 27 Oct 2020, 12:40 PM

মঙ্গলবার বিকালে বেড়িবাঁধের ভাঙ্গা মসজিদের পাশে চাঁদ উদ্যানে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- আব্দুল আলীম (৫০), আমির উদ্দিন (৪৫), ফারুক (৩৭), সাইদুল (৩০), কাউয়ুম (৪০), সুরুজ (২৫) ও রাসেল(২৫)।
তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত চারজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে আলীম ওই দোকানের মালিক। এই আড়তগুলো ‘ভাঙ্গারি দোকান’ নামে পরিচিত।

আহতরা পুলিশকে জানিয়েছে, দোকানে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। তবে কী থেকে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নয়।

এসব দোকানে নানা ধরনের অ্যারোসলের কোটাও ভাঙা হয়ে থাকে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে এখনও বিস্ফোরণের বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাননি।