সুস্থ হয়ে সস্ত্রীক বাসায় মেয়র আতিক

কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 10:15 AM
Updated : 27 Oct 2020, 10:15 AM

মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফেরেন আতিকুল ইসলাম ও তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম।

আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসায় ফিরলেও আগামী দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন তিনি।

“এ সময় অফিসে যাচ্ছি না। কোনো ফাইলে সাইন করতে হলে বাসায় থেকেই করব।”

মেয়র জানান, স্ত্রী-কন্যাসহ তার পরিবারের ২৫ জন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাদের সবাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, সুস্থ হয়ে সবাই বাসায় ফিরছেন। অনেকে গতকাল ছাড়া পেয়েছেন।

গত ১২ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামের  করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

১৩ অক্টোবর তারা দুজন‌ই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। গত ১৪ দিন তারা সেখানেই চিকিৎসাধীন ছিলেন।