ডিজিটাল আইনে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মামলার আবেদন

টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলার আবেদন হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 08:14 AM
Updated : 25 Oct 2020, 01:29 PM

রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে দুই মামলার আবেদন করা হয়।

বিচারক আসসামছ জগলুল হোসেন অভিযোগ তদন্ত করে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে ১ নভেম্বর মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়ার বিরুদ্ধে একটি মামলার আবেদন করেছেন মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম। আর ইমরুল হাসান নামের এক আইনজীবী অপর আবেদনটি করেছেন।

এর আগে বৃহস্পতিবার জিয়া রহমানকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছিলেন মুহম্মদ মাহবুব আলমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ শেখ ওমর শরীফ।