শোকবার্তায় কৃতজ্ঞতার সঙ্গে রফিককে স্মরণ প্রধানমন্ত্রীর

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2020, 05:09 AM
Updated : 24 Oct 2020, 05:09 AM

শোক বার্তায় জরুরি অবস্থার সময় আইনজীবী হিসেবে রফিককে পাশে পাওয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আওয়ামী লীগ সভানেত্রী।

ব্যারিস্টার রফিক নানা জটিলতায় ভুগে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ‍মারা যান। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে রফিক-উল হক নানা পরামর্শ দিতেন। 

তিনি বলেন, “২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমাকে মিথ্যা মামলায় বন্দি করে। সেই দুঃসময়ে ব্যারিস্টার রফিক-উল হক আমাকে কারাগার থেকে মুক্ত করতে আইনি লড়াইয়ে এগিয়ে আসেন।”