প্রতারণার অভিযোগে নাইজেরীয় আটক

পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ার এক নাগরিক গ্রেপ্তার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 12:08 PM
Updated : 23 Oct 2020, 12:08 PM

গ্রেপ্তার স্যামুয়েল ওরফে রিচার্ড ফিলিপ নিজেকে কোকাকোলা বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ পরিচয় দিতেন বলে র‌্যাব জানিয়েছে।

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে দুদিন আগে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েল অনলাইনে পুরস্কার দেওয়ার কথা বলে সাধারণ মানুষদের কাছ থেকে বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিত।

“টাকা হাতিয়ে নেওয়ার পর ব্যবহৃত মোবাইল সিমটি অন্যত্র ফেলে দিত।”

স্যামুয়েল কোকাকোলার বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ পরিচয়ও পুরস্কারের প্রলোভন দেখাতেন দিতেন বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।