ঢাকার পঙ্গু হাসপাতালে ১১ ‘দালালকে’ সাজা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্নভাবে আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আসা রোগীদের অন্যত্র নেওয়ার অপরাধে ১১ দালালকে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 10:33 AM
Updated : 21 Oct 2020, 10:33 AM

বুধবার দুপুরে পঙ্গু হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের সাজা দেওয়া হয় বলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পঙ্গু হাসপাতালের ভেতরের সিস্টেম ও পরিবেশ খুবই ভালো। কিন্তু দূর-দূরান্ত থেকে আহত হয়ে আসা রোগীদের পঙ্গু হাসপাতাল গেইট পর্যন্ত আসতে দেয় না। এমন একটি চক্র দীর্ঘ দিন যাবত এখানে অবস্থান করে রোগীদের আশপাশের নামসর্বস্ব ক্লিনিকে ভাগিয়ে নিত।

“সেখানে রোগীদের ভুল চিকিৎসাসহ মোটা অংকের টাকা হাতিয়ে নিত।”

এমন অভিযোগের ভিত্তিতে বুধবার ওই এলাকায় অভিযান চালিয়ে এ ধরনের ১১ দালালকে গ্রেপ্তার করে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।