টাওয়ার ব্যবহার: ডিএসসিসিকে ৯ কোটি ৬৩ লাখ টাকা দিয়েছে গ্রামীণফোন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোবাইল টাওয়ার ব্যবহার বাবদ ডিএসসিসিকে প্রায় পৌনে ১০ কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 07:34 PM
Updated : 19 Oct 2020, 07:34 PM

রোববার ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে ৯ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৩৮৫ টাকার একটি চেক হস্তান্তর করেন গ্রামীণফোনের প্রতিনিধি।

ডিএসসিসি জানিয়েছে, ২০১৩-১৪ অর্থবছর হতে ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হিসেবে এই অর্থ দিয়েছে গ্রামীণফোন।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক জানান, আইন অনুযায়ী মোবাইল অপারেটরদের কাছে অর্থ প্রাপ্য হলেও এ বিষয়ে উদ্যোগের অভাবে সিটি করপোরেশন এ খাত থেকে কখনো অর্থ আদায় করতে পারেনি। শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হওয়ার পর তার নির্দেশনায় ডিএসসিসি এ বিষয়ে উদ্যোগ নেয়।

আরিফুল হক বলেন, এরপরই সব মোবাইল ফোন অপারেটরকে ডিএসসিসি এলাকায় থাকা টাওয়ারের তথ্য-উপাত্ত চেয়ে চিঠি পাঠানো হয়।

“গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের টাওয়ারগুলোর সার্বিক বিবরণসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য দেয়। আমাদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর গত সাত বছরের বকেয়া বাবদ এই অর্থ পরিশোধ করে। আশা করি অন্য মোবা্ইল অপারেটররাও তাদের বকেয়া পরিশোধ করবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০(৪.২৯৭) ধারা অনুযায়ী করপোরেশন এলাকায় মোবাইল ফোন অপারেটর টাওয়ার/বিটিএস ব্যবহারে বাড়ির মালিকের সাথে যে চুক্তি করেন, সেই সেই চুক্তির ছয় ভাগের এক ভাগ অর্থ করপোরেশন প্রাপ্য।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, গ্রামীণফোনের স্টেট এজেন্সি এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের পরিচালক এস এম রায়হান রশিদ, টাওয়ার ইনফ্রা অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফিরোজ উদ্দীন এবং ট্যাক্সেশন অ্যান্ড ফিসক্যাল কমপ্লায়েন্স বিভাগের প্রধান ও পরিচালক মো. আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।