যৌতুকের জন্য স্ত্রী হত্যা, ১৫ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর খিলক্ষেতে ১৫ বছর আগে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে পলাতক এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 04:54 PM
Updated : 19 Oct 2020, 04:54 PM

ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন সোমবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে আরও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল ইসলাম জানান। 

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামীম ওরফে সাগরকে গ্রেপ্তারে সাজাসহ পরোয়ানা জারি করেছে আদালত।

২০০২ সালের ২৩ ডিসেম্বর ফারজানা ইয়াসমিনের সঙ্গে শামীম ওরফে সাগর বিবাহ হয়। বিয়ের পর থেকে শামীম বিভিন্ন সময় তার শ্বশুরের কাছ থেকে টাকা নিতেন। টাকা দিতে না পারলে ফারজানাকে মারধর করতেন।

২০০৫ সালের ২৯ ডিসেম্বর খিলক্ষেতে শ্শুড় বাড়ি এসে ড্রয়িংরুমে ফারজানার পেটে ছুড়ি দিয়ে আঘাত করেন শামীম। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাই বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলা করেন।