শেখ রাসেলের জন্মবার্ষিকীতে স্মারক ডাকটিকেট অবমুক্ত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড প্রকাশ করেছে ডাক অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 08:17 AM
Updated : 18 Oct 2020, 08:17 AM

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোববার স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডেটাকার্ড প্রকাশ করেন। এই উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক অধিদপ্তর জানিয়েছে, রোববার থেকেই ঢাকা জিপিও-এর ফিলাটেলিক ব্যুরো থেকে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম বিক্রি করা হবে।

পরে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে স্মারক ডাকটিকেট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি বিশেষ সিলমোহরের ব্যবস্থা রাখা হয়েছে জিপিওতে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাসেলকেও হত্যা করে ঘাতকরা।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম নেওয়া শেখ রাসেল বেঁচে থাকলে রোববার তার বয়স ৫৬ বছর পূর্ণ হত।