অসুস্থ ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে ভর্তি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2020 01:20 AM BdST Updated: 21 Oct 2020 08:15 PM BdST
-
(ফাইল ছবি)
অসুস্থ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউরিন ইনফেকশনসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে স্যার হাসপাতালে ভর্তি আছেন। ভিআইপি কেবিনে নিবিড় পর্যবক্ষণে রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।”
৮৫ বছর বয়সী ব্যারিস্টার রফিক-উল হককে বৃহস্পতিবার এই হাসপাতালে ভর্তি করা হয় বলে একাধিক আইনজীবী জানিয়েছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এখন ব্যারিস্টার রফিকের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে ওই আইনজীবীরা জানান।
রফিক-উল হকের আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে।
১৯৯০ সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল ব্যারিস্টার রফিককে।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক। ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।
রফিক-উল হকের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
-
ভোটের হারে ‘অশনি সংকেত’ দেখছেন মাহবুব তালুকদার
-
জন্মতারিখ বদলের ‘অযৌক্তিক’ আবেদনে জটিলতা বাড়ে: আইনমন্ত্রী
-
৯ জেলায় নতুন ডিসি
-
৬২ কেজি সোনার জন্য ১৪ বছর করে সাজা তিন বিমানকর্মীর
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিষয়ে কী ব্যবস্থা, জানতে চায় হাই কোর্ট
-
কুয়াশায় বিমানবন্দরে সূচি গড়বড়
-
দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ অবনমন বাংলাদেশের
-
কোভিড-১৯: ঢাকার পাঁচ হাসপাতালে টিকা নিলেন ৫৪১ জন
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- ফাওয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের লিড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- শীর্ষ পাঁচ চিন্তাও করতে পারেননি মিরাজ
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড