ভাটারায় রাতে সংঘর্ষে তাবলিগের দুই পক্ষ

রাজধানীর ভাটারার একটি মাদ্রাসায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 05:12 AM
Updated : 14 Oct 2020, 05:12 AM

ভাটারার ছোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকার ‘আল মাদরাসাতুল মঈনুল ইসলামে’ মঙ্গলবার রাতে এশার নামাজের পর তাবলিগের দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ভাটারা থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, মাদ্রাসাটিতে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

“বুধবার সকাল থেকে উত্তেজনা থাকলেও পরিস্থিতি শান্ত।”

তিনি বলেন, ওই মাদ্রাসায় কয়েকদিন পরপরই এই ধরনের ঘটনা ঘটে এবং পুলিশের একটি দল সেখানে সবসময় অস্থান করে।

রাতে সংঘর্ষ শুরু হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।

এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে মাওলানা জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মাদ্রাসায় একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, ওই কমিটিই  মাদ্রাসা পরিচালনা করে। কমিটিতে স্থানীয় কয়েকজন রয়েছেন।

“ওরা (সাদপন্থী) মাদ্রাসার দখলে নিতে সেই কমিটির স্থানীয়দের ওপর হামলা করেছে।”

তবে এ বিষয়ে সাদপন্থী কয়েকজনের মুরুব্বীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

নেতৃত্বের দ্বন্দ্বে কয়েকবছর ধরেই বিভক্ত তাবলিগ জামাতের দুই পক্ষ এর আগেও বিভিন্ন সময় সংঘর্ষে জড়িয়েছে। দুই বছর আগে তাদের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুও হয়।

এই বিভক্তির কারণে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আলাদাভাবে অংশ নেন দুই পক্ষের অনুসারীরা।