স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তাকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয় বলে অভিযোগ।
ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ওই দায়িত্ব দিতে তাদের চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অভিপ্রায় অনুযায়ী নাহীদ পারভীনকে তার সহকারী একান্ত সচিবের (এপিএস) দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতি যতদিন ওই পদে থাকবেন অথবা তাকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন ওই পদে থাকবেন ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের মো. আব্দুল হাইয়ের স্ত্রী নাহীদ পারভীন।
আগে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দায়িত্বে ছিলেন তার ছোট ভাই মো. আবদুল হাই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৭ জুলাই তার মৃত্যু হয়।