ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে সোমবার থেকে অভিযান শুরু করবে কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 09:16 AM
Updated : 4 Oct 2020, 09:16 AM

রোববার করপোরেশনের রাজস্ব আদায় সংক্রান্ত এক বৈঠকে মেয়র শেখ ফজলে নূর তাপস কর্মকর্তাদের এই নির্দেশ দেন।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, “যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে সোমবার থেকে অবৈধ যন্ত্রচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মেয়র। সেজন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।”

সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে যান্ত্রিক রিকশা ও যানবাহনের বিরুদ্ধে এই অভিযান চালানো হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানান রাসেল।

তিনি বলেন, “অভিযানে যন্ত্রচালিত এসব অবৈধ রিকশা-ভ্যান ধরা পড়লে ডাম্পিং করা হবে, সেইসঙ্গে চালকদের জরিমানাও করা হবে। এসব বাহনের কারণে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা থেকে নগরবাসীকে রক্ষার উদ্দেশ্যে এই অভিযান অব্যাহত থাকবে।”

গত ১৩ সেপ্টেম্বর রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন এবং নবায়ন আবেদন নেওয়া শুরু করে ডিএসসিসি।

মেয়র শেখ ফজলে নূর তাপস সেদিনই ঘোষণা দিয়েছিলেন, তার এলাকায় ব্যাটারিচালিত কোনো রিকশা-ভ্যান চলাচল করতে দেওয়া হবে না।