করোনাভাইরাসে নারায়ণগঞ্জের নির্বাচন কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 01:50 PM
Updated : 30 Sept 2020, 01:50 PM

বুধবার সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ুর রহমান জানান, ৫৪ বছর বয়সী বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইবুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন। সাইবুরের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। তার দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

এ যাবৎ নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের শখানেক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই প্রথম কোনো কর্মকর্তা এই ভাইরাসে প্রাণ হারালেন। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহের একজন স্টাফ মারা গেছেন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা জানান, মো. সাইবুরের মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে গোসলসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বাদ এশা এজিবি কলোনিতে স্বাস্থ্যবিধি মেনে জানাজা হবে। রাত ৯টায় লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা থেকে দিনাজপুর ছেড়ে যাবে।  বৃহস্পতিবার গ্রামের বাড়িতে দাফন হবে।