ঘরের ভেতর রক্তাক্ত বাবা-ছেলে-মেয়ে

ঢাকার হাজারীবাগের একটি বাসা থেকে এক ব্যক্তি ও তার দুই সন্তানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 01:08 PM
Updated : 30 Sept 2020, 02:00 PM

হতাশা থেকে ওই ব্যক্তি নিজের দুই ছেলে-মেয়ের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে স্থানীয়দের ধারণা।

বুধবার বিকালে বটতলা বাজার এলাকার একটি টিনশেড দোতলা বাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজনরা।

হাসপাতালে আনার পর রোজা (৬) নামে শিশুটিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজার বাবা জাবেদ (৪২) এবং তার ভাই রিজনের (১৪) অবস্থাও আশঙ্কাজনক।

তিনজনের গলায়ই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু।

স্থানীয়দের কাছে ঘটনার বিবরণ শুনে ডিএমপির ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি টিনশেড দোতলায় এই পরিবার বসবাস করত।

“নিচতলায় থাকা অবস্থায় জাবেদের স্ত্রী রিমা আক্তার চিৎকার শুনে দোতলায় উঠে দেখেন, তিনজনই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।”

বাসার নিচে জাবেদের একটি দোকান রয়েছে। স্থানীয়রা পুলিশকে বলেছেন, হতাশাগ্রস্ত থাকা জাবেদ দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে তাদের মনে হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ তদন্ত চালাচ্ছে জানিয়ে উপ-কমিশনার কাফি বলেন, “অন্য কিছু হলে তা তদন্তে বেরিয়ে আসবে।”