মানব পাচার: স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি আটক

অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে স্লোভেনিয়ায় ধরা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 07:44 PM
Updated : 29 Sept 2020, 07:44 PM

মধ্য ইউরোপের দেশটির সরকারি সংবাদ সংস্থা টোটাল স্লোভেনিয়া নিউজ (টিএসএন) সোমবার এই খবর দিয়েছে।

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে দেশটির দক্ষিণ পশ্চিমের ইলিরস্কা বিস্ত্রিকা অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মোট ১৪৪ অভিবাসীকে আটকের খবর জানানো হয়।

তার অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি বলে উল্লেখ করা হলেও কতজন বাংলাদেশি তা নির্দিষ্ট করে বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ওরমজ এলাকায় একটি ভ্যান পুলিশ আটকায়, তাতে ২২ জন অভিবাসী ছিলেন, তার অর্ধেকের বেশি বাংলাদেশি।

ওই ভ্যান থেকে মানব পাচারকারী চক্রের দুজনকেও গ্রেপ্তার করেছে স্লোভেনিয়া পুলিশ। এদের একজন মলদোভিয়ার, আরেকজন ইউক্রেইনের।

ইতালি ও অস্ট্রিয়া সীমান্তবর্তী অড্রিয়াটিক সাগর পাড়ের দেশ স্লোভেনিয়া ইউরোপের অন্য দেশগুলোতে মানব পাচারের একটি ‍রুট হিসেবে ব্যবহার হচ্ছে।

চলতি সপ্তাহের অভিযানে আটক ব্যক্তিরা ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ায় ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। তাই তাদের ক্রোয়েশিয়ায় ফেরত পাঠানোর পরিকল্পনা করছে স্লোভেনিয়া সরকার।