ব্রুনাইয়ে মানবপাচার চক্রের ‘হোতা’সহ গ্রেপ্তার ৩

ব্রুনাইয়ে মানবপাচার চক্রের ‘হোতা’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব ও এনএসআইয়ের সম্মিলিত প্রচেষ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 06:56 PM
Updated : 23 Sept 2020, 07:02 PM

গ্রেপ্তাররা হলেন- শেখ আমিনুর রহমান হিমু (৬০), মো. নুর আলম (৩৬) ও বাবলুর রহমান (৩০)।

র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে কাফরুল থানা এলাকা থেকে এই মানবপাচার চক্রের ‘হোতা’ আমিনুর রহমান হিমুকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজনকে বুধবার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “এই চক্র প্রতারণার মাধ্যমে এ পর্যন্ত ৭০ থেকে ৮০ জনকে ব্রনাইয়ে পাঠিয়েছে। ওই সব বাংলাদেশি নাগরিক ব্রুনাই গিয়ে মানবেতর জীবন কাটিয়ে নিজ খরচে দেশে ফিরে আসে।”

এই র‌্যাব কর্মকর্তা বলেন, “হিমুর কোনো রিক্রুটিং লাইসেন্স নেই। সে নজরুল ইন্টারন্যাশনাল সার্ভিস ও হাইওয়ে ইন্টারন্যাশনাল আরএল ব্যবহার করে ব্রুনাইয়ে মানবপাচার করে। নুর আলম ও বাবলুর রহমান তার সহযোগী।”

হিমুর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।