দ্বিতীয় দফা সংক্রমণের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সামনের শীত মৌসুমে করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 12:24 PM
Updated : 23 Sept 2020, 12:24 PM

সেই বিবেচনায় নিয়েই দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবেলার প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, “সেকেন্ড ওয়েভ শুরু হলে তার জন্য কী কী করণীয় সেই প্রস্তুতি এখনই নেওয়া হচ্ছে। আমাদের স্বাস্থ্য খাত করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় এরইমধ্যে সক্ষমতা দেখিয়েছে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুহারে বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।”

করোনাভাইরাসের টিকা বের হলে তা পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনাভাইরাসের টিকা নিয়ে অনেক দেশ কাজ করছে। নয়টি কোম্পানি তাদের পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশ অন্তত পাঁচটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

“এই ভ্যাকসিনগুলো থেকে সঠিক ভ্যাকসিন, সঠিক সময়ে পেতে চাই আমরা। বিশ্বের যে কোনো দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে আমরাও বসে থাকব না। এ বিষয়ে আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সব ধরনের নির্দেশনা রয়েছে।”

মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও উন্নতমানের চিকিৎসা সেবা এবং শিক্ষা সম্প্রসারণমূলক কাজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মহিবর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।