নারী পুলিশদের সব এলাকায় যেতে হবে: আইজিপি

প্রত্যন্ত অঞ্চলের নারীরাও যেন পুলিশের কাছে তাদের অভিযোগ অসঙ্কোচে তুলে ধরতে পারেন, সেজন্য দেশের সব এলাকায় নারী পুলিশ সদস্যদের পাঠাতে চাইছেন আইজিপি বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2020, 07:43 PM
Updated : 21 Sept 2020, 07:43 PM

তিনি বলেছেন, “নারী পুলিশ সদস্যের নিকট অনায়াসেই প্রত্যন্ত অঞ্চলের নারীরা তাদের সমস্যার কথা খুলে বলতে পারেন; তাই নারী পুলিশ সদস্যদেরকে মাঠ পর্যায়ে দেশের সকল এলাকায় কাজ করতে হবে।”

সোমবার পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন বেনজীর।

পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে সেবার মান বাড়াতে ভূমিকা রাখতে পুলিশের নারী সদস্যদেরকে নির্দেশ দেন তিনি।

নারীর অধিকারকে সমুন্নত রাখতে অবদান রাখতেও তাদের প্রতি আহ্বান জানান পুলিশ প্রধান।

সভায় ঢাকার বাই‌রে কর্মরত কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত হন।

বিপিডব্লিউএন’র সভাপতি চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা পেশাগত নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) বাংলাদেশ পুলিশের সব স্তরের নারী পুলিশ সদস্যদের একটি নেটওয়ার্ক।
আইজিপি বলেন, “দেশের বিভিন্ন এলাকায় কাজের জন্য প্রস্তুত থাকতে হবে নারী কর্মকর্তাদেরকে।

“রাজধানীর বাইরে ও প্রত্যন্ত এলাকায় নারী কর্মকর্তাগণকে পাশে পেলে সংশ্লিষ্ট এলাকার নারী পুলিশ সদস্য ও এলাকার নারীগণ পুলিশের উপর অধিক আস্থা রাখতে পারবেন।”

সাইবার বুলিংয়ের শিকার নারী ও শিশুদের পাশে থেকে তাদেরকে উপযুক্ত পুলিশিং ও আইনি সেবা দেওয়ার নির্দেশ দেন আইজিপি।