পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 10:19 AM
Updated : 16 Sept 2020, 11:00 AM

অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন জানিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মো. সোহরাব হোসাইন, ফাইল ছবি

দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত- এর মধ্যে যেটি আগে ঘটে সে পর্যন্ত কমিশনের চেয়াম্যানের দায়িত্ব থাকবেন তিনি।

সাবেক শিক্ষা সচিব সোহরাব পিএসসির চেয়ারম্যান পদে মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান চেয়ারম্যান সাদিকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার।

সোহরাব হোসাইন ২০১৬ সালের ৬ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে যোগ দেন। ২০১৯ সালের ৩০ জানুয়ারি সরকার তাকে জ্যেষ্ঠ সচিব করে।

এর আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডির দায়িত্বে ছিলেন।

বিসিএস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহরাব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী।

ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন।

বাংলা একাডেমির আজীবন সদস্য সোহরাব ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন।