বিদেশে পাঠানোর নামে প্রতারণা, ৬ জনের সাজা

ঢাকার বনানীতে অফিস খুলে কানাডা ও ফিজিতে লোক পাঠানোর নামে প্রতারণার জন্য ছয় জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 06:47 PM
Updated : 15 Sept 2020, 06:47 PM

মঙ্গলবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দণ্ডিতরা হলেন- ড্রিম ভিসা কনসালটেনসি নামে প্রতিষ্ঠানের মালিক তোফাজ্জল হোসেন, কর্মচারী জুই আক্তার, সানজিদা, সাদিয়া, নাইমা জুম ও স্বপ্না আক্তার।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকর্ষণ করত। তারপর মোটা অঙ্কের টাকা নিয়ে অফিস গুটিয়ে সটকে পড়ত।

তোফাজ্জলকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু মানব পাচারের অভিযোগে বনানীর ফাতেমা ওভারসিজ নামের একটি প্রতিষ্ঠানের মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছেন।

প্রতিষ্ঠানটি এক তরুণীকে দুবাইতে একটি অভিজাত হাসপাতালে আয়ার চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে গৃহকর্মী হিসাবে পাঠায়।

সেখানে ওই তরুণী নির্যাতিত হচ্ছে বলে তার পরিবারের কাছে অভিযোগ পাওয়ার পর র‌্যাব এই অভিযান চালায়।

ফাতেমা ওভারসিজের মালিক কবির হোসেন ও তার সহযোগী সোহাগকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে বনানী থানায় মানব পাচার আইনে মামলাও করেছে র‌্যাব।