লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ: মামলা তুলতে হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2020 09:07 PM BdST Updated: 15 Sep 2020 09:07 PM BdST
লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার আসামির পরিবার এখন মামলা তুলে নেওয়ার জন্য ‘হুমকি দিচ্ছে’ বলে অভিযোগ পাওয়া গেছে।
হুমকি পাওয়ার কথা জানিয়ে গত ১১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মেয়েটির বাবা। তবে গ্রেপ্তার আসামি বাদশা মিয়ার ছেলের দাবি, হুমকির অভিযোগ সঠিক নয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা ১৭ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ওই মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। তার বাবার অভিযোগ, স্থানীয় মাছ ব্যবসায়ী বাদশা মিয়া গত ৩ অগাস্ট ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
সেদিন বিকালে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর তার বাবা থানায় গিয়ে মামলা করেন। সেদিন রাতেই পুলিশ ৬৫ বছর বয়সী বাদশাকে গ্রেপ্তার করে।
মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাদশা মিয়া গ্রেপ্তার হওয়ার পর থেকেই নানানভাবে তার বাড়ির লোকজন আমারে হেনস্তা করা শুরু করছে। তারা বলে আমি যেন মামলা তুইলা নেই। কয়দিন আগে আমার স্ত্রী শুনছে, আমার মেয়েকে মাইরা ফেলানোর কথাও কইতেছে কয়েকজন, যাতে আদালতে সাক্ষ্য দিতে না পারে।”
তদন্ত কর্মকর্তা এস আই মোতাহের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা হওয়ার পর ভিকটিম ও আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল।
“সেই রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হতে পারব, বাদশা মিয়াই দোষী কি না। মামলাটি শিগগিরই আদালতে যাবে। তবে যেহেতু শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে, উচ্চ আদালত ছাড়া বাদশা মিয়ার জামিন পাওয়া সহজ হবে না।"
হুমকির অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে এস আই মোতাহের বলেন, “আমরা বাদীকে যথাসম্ভব সাহায্য করেছি। তিনি চাচ্ছেন আসামির পরিবারের বিরুদ্ধেও যেন এখন পদক্ষেপ নেওয়া হয়।”
এ বিষয়ে আসামি বাদশা মিয়ার ছেলে মো. আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ রকম কোনো অভিযোগ করা হইলে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো প্রকার হুমকি দেই নাই। আমরা যেহেতু আসামি পক্ষ, এইটা নিয়া আর কোনো কথা বলি নাই। আমার বাবা যেহেতু আটক আছে, অতএব আমাদের এইটা মানতে হইব।”
-
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের পর্ষদ সদস্য হল বাংলাদেশ
-
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে বিক্ষোভ
-
ডিজিটাল নিরাপত্তা আইন: সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি নূরদের
-
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা নেই: আইনমন্ত্রী
-
বার্নিকাটের গাড়িবহরে হামলার অভিযোগপত্র আদালতে
-
হুজি অপারেশন শাখার প্রধানসহ গ্রেপ্তার ৩ সদস্য রিমান্ডে
-
মিত্র বাহিনীর শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ: ভিত্তি স্থাপন করতে পারেন দুই প্রধানমন্ত্রী
-
কেমন আছেন কিশোর
-
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের পর্ষদ সদস্য হল বাংলাদেশ
-
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে বিক্ষোভ
-
ডিজিটাল নিরাপত্তা আইন: সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি নূরদের
-
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা নেই: আইনমন্ত্রী
-
বার্নিকাটের গাড়িবহরে হামলা: আড়াই বছর পর আদালতে অভিযোগপত্র
-
হুজি ‘অপারেশন শাখার প্রধানসহ’ গ্রেপ্তার ৩ সদস্য রিমান্ডে
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)
- কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ