বারডেম হাসপাতালের সামনে নবজাতক উদ্ধার

ঢাকার শাহবাগে বারডেম হাসপাতালের সামনে নবজাতক এক শিশু পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2020, 06:55 PM
Updated : 13 Sept 2020, 06:55 PM

রোববার রাত ৯টার দিকে হাসপাতালের সামনে ওভারব্রিজের গোড়ায় কাগজের কার্টনে শিশুটি পেয়ে রমনা থানায় নিয়ে যান ফুটপাতের চা দোকানি মো. হারুন।

রমনা থানার এসআই সালমান রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোকানের পাশে কাগজের একটা কার্টনে কিছু একটা নড়াচড়া করতে দেখে কাছে গিয়ে ১২/১৩ দিন বয়সের শিশুপুত্রটিকে দেখতে পায় হারুণ। খোঁজ নিয়ে কোনো অভিভাবক না পেয়ে থানায় নিয়ে আসে।”

পুলিশ শিশুটিকে দ্রুতই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দেখে বলেন, শিশুটি সুস্থ এবং স্বাভাবিক রয়েছে।

পরে শিশুটিকে আবার থানায় ফেরত আনা হয়। এক নারী পুলিশ কনস্টেবল এখন শিশুটির দেখাশোনা করছেন।

এসআই সালমান বলেন, হারুন শিশুটিকে নিজের কাছে রেখে বড় করার ইচ্ছা জানিয়েছে। সোমবার তা আদালতে জানানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।