করোনাভাইরাস: ঝিনাইদহে এক নির্বাচনকর্মীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের এক কর্মীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 06:43 AM
Updated : 31 August 2020, 06:43 AM

অফিস সহায়ক মো. বাবলুল করিম ২৭ অগাস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার এ তথ্য জানিয়ে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন এবং ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ঐক্যপরিষদ।

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ে কর্মরত কেউ প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

সংক্রমণ শুরুর পর এ নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের মোট ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়।

ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ঐক্যপরিষদের  সভাপতি মোহাম্মদ জীবন ইবনে মাসুম বলেন, “কালিগঞ্জ নির্বাচন কাযালয়ের অফিস সহায়ক বাবলুল করিম করোনা পজিটিভ হয়ে ঝিনাইদহ শিশু হাসপাতালে অবস্থিত করোনা ইউনিটে ভর্তি অবস্থায় বৃহস্পতিবার  সন্ধ্যা ৭টায় মারা গেছেন।”

তিনি জানান,  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে রেখে গেছেন। ইসি পরিবারের প্রথম একজন কর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে গাইবান্ধা জেলা নির্বাচন কাযালয়ের অফিস সহকারী ৪০ বছর বয়সী মো. আশরাফুল ইসলাম শুক্রবার স্ট্রোকে মারা গেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও নির্বাচনী প্রশিক্ষণ ইন্টটিটিউটের মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার এক বার্তায় শোক প্রকাশ করেছেন।